১২ ডিসেম্বর থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

১৩২

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১২ ডিসেম্বর থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।

সোমবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি জানান, বুধবার সকালে সড়কপথে গোপালগঞ্জ টুঙ্গিপাড়া যাবেন প্রধানমন্ত্রী। সেখানে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাবেন। এরপর নিজ এলাকায় জনসভা করবেন। বিকেলে আরেকটি জনসভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, আমরা চাই বিএনপি নিবাচনে থাকুক। তবে নির্বাচনে তারা জনগণের ভোট পাবে না। নিশ্চিত পরাজয় জেনেই নির্বাচন বানচালের জন্য নাশকতার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বিএনপি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, এ বি এম মোজাম্মেল হক, তথ্য ও গবেষণা সম্পাদক অ্যডভোকেট আফজাল হোসেন, উপ দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

নিউজ ডেস্ক / বিজয় টিভিi

You might also like