১৩ মামলার কুখ্যাত আসামিসহ আন্তঃজেলা গরু চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার
নাটোরের বড়াইগ্রাম থেকে ১৩ মামলার কুখ্যাত আসামিসহ আন্তঃজেলা গরু চোর চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার ভোরে, উপজেলার আহম্মেদপুর বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২টি চোরাই গরু ও চুরির কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।
বড়াইগ্রাম সাকের্লের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শরীফ আল রাজীব জানান, উপজেলার কয়েকটি চুরি মামলার সুত্র ধরে বড়াইগ্রাম থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে চুরি মামলার ৩ আসামীকে গ্রেপ্তার করা হয়।
পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আন্তঃজেলা চোর চক্রের অন্যতম হোতা ও ১৩ মামলার কুখ্যাত আসামি নুর মন্ডল ওরফে নুরুল ইসলাম ওরফে নুরুল আলমকে বগুড়া শহরের মাটিডালি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।