১৫ লাখ ছাড়িয়ে গেল পড়শি’র গান ‘চল পাখি হয়ে উড়ি’

এই সময়ের আলোচিত সংগীতশিল্পী সাবরিনা পড়শী। একক কিংবা দ্বৈত অথবা কোরাস সব ধরনের গানে কণ্ঠ দিয়েছেন এই সংগীতশিল্পী। নাটক কিংবা সিনেমা অথবা মিউজিক ভিডিওতে সবসময়ই সরব উপস্থিতি তার।

পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস উপলক্ষে পড়শী ও আভরাল সাহিরের গাওয়া গান ‘চল পাখি হয়ে উড়ি’ প্রকাশ পায়। ‘হৃদ মাঝারে’ নামে একটি খণ্ড নাটকের জন্য তৈরি হয়েছে গানটি।

নতুন খবর হল, সম্প্রতি ১৫ লাখ ছাড়িয়ে গেল পড়শি’র ‘চল পাখি হয়ে উড়ি’ শিরোনামের মিউজিক ভিডিওটি। এম আলম শুভ’র কথায় গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন আভরাল সাহির।

মাহমুদ মাহিনের পরিচালনায় নাটকটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান ও কেয়া পায়েল। আরো অভিনয় করেছেন মনিরা মিঠু, শরিফুল সহ অনেকে।

আভরাল সাহির জানান, এ বছর বিশ্ব ভালোবাসা দিবসে নাটকের গান ও মিউজিক ভিডিও মিলিয়ে হৃদ মাঝারে ব্যাপক সাড়া ফেলেছে। আগামীতে পড়শীর সাথে আরো কিছু গান দর্শকদের উপহার দেবেন বলে জানান তিনি।

গানটি ইতিমধ্যে ইউটিউবে ১৫ লাখের বেশি দর্শক দেখেছেন। নাটকটি প্রকাশের পর দর্শকমহলে বেশ সাড়া ফেলেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।