১৬ বছর পর রিয়াজের সঙ্গী হলেন মম!
বাংলাদেশের এ প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল জাকিয়া বারী মম। ২০০৬ সালে একটি সৌন্দর্য্য প্রতিযোগিতায় জয়লাভ করেন তিনি। পরবর্তীতে ২০০৭ সালে তৌকির আহমেদ পরিচালিত ‘দারুচিনি দ্বীপ’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্র জগতে আবির্ভাব ঘটে মমর। এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে নিয়েছিলেন এ অভিনেত্রী। এছাড়াও অভিনয়গুণে পরবর্তীতে বেশ কয়েকটি পুরস্কার জিতে নেন তিনি।
কিছুদিন আগেই দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘ওরা ৭ জন’। খিজির হায়াত খানের পরিচালনায় মুক্তিযুদ্ধের এই সিনেমায় মমর অভিনয় ইতোমধ্যেই দর্শকদের নজর কেড়েছে।
আগামী ১৭ মার্চ মুক্তি পেতে যাচ্ছে, মম অভিনীত আরও একটি সিনেমা ‘রেডিও’। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের প্রেক্ষাপটে এটি নির্মাণ করেছেন অনন্য মামুন। এই সিনেমার মধ্যদিয়ে প্রায় ১৬ বছর পর আবারও চিত্রনায়ক রিয়াজের সাথে কাজ করেছেন এই অভিনেত্রী।
সিনেমা প্রসঙ্গে মম বলেন, ‘সবশেষ “দারুচিনি দ্বীপ” ছবিতে রিয়াজ ভাইয়ের সাথে কাজ করেছি। এরপর আর একসঙ্গে কাজ করার সুযোগ হয়নি। “রেডিও” ছবির গল্পটাও অসাধারণ। গেল সপ্তাহে মুক্তি পেয়েছে “ওরা ৭ জন” ছবিটি। দুটো ছবির গল্পই মুক্তিযুদ্ধের। তবে গল্প দু’টি আলাদা। “ওরা ৭ জন”ছবির গল্পটি এরইমধ্যে সবার মন জয় করেছে। যারাই দেখেছেন তারাই এর প্রশংসা করেছেন।’
অভিনেত্রী আরও বলেন, ‘আমার বিশ্বাস, “রেডিও” সিনেমার গল্পটিও সবার ভালো লাগবে। সবাই হয়তো জেনেছেন, ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে কেন্দ্র করে নির্মিত হয়েছে চলচ্চিত্রটির গল্প। তবে এই গল্পের মধ্য দিয়ে অনেক অজানা কথাই সামনে আসবে সকলের। আর এই প্রজন্মের অনেকেই সেই সত্যটি জানে না। তাই এবারের ছবিটি নিয়েও আমি দারুণ আশাবাদী।’
এদিকে, দুই বছরের বিরতি কাটিয়ে গুণী অভিনেতা আবুল হায়াতের নির্দেশনায় ‘ওলটপালট’ নাটকে কাজ করেছেন মম। রাবেয়া খাতুনের গল্পে এর নাট্যরূপও দিয়েছেন আবুল হায়াত। মম ছাড়াও এতে দেখে যাবে শিরীন আলম, রওনক হাসানসহ অনেকেই। জানা গেছে, খুব শীঘ্রই নাটকটি দেশের একটি স্যাটেলাইট টেলিভিশনে সম্প্রচারিত হবে।