১৮ ডিসেম্বরের মধ্যে সেনাবাহিনীকে মাঠে নামানোর দাবি ঐক্যফ্রন্টের

১১০

মাঠপর্যায়ের শৃঙ্খলা ফিরিয়ে আনতে ১৮ ডিসেম্বরের মধ্যে সেনাবাহিনীকে মাঠে নামানোর দাবি ঐক্যফ্রন্টের।

রবিবার বিকেলে ঐক্যফ্রন্টের দলীয় কার্যালয়ে “বাংলাদেশে নির্বাচন করার পরিবেশ সরকার নষ্ট করে দিচ্ছে; বিরোদীদলকে নির্বাচন করতে দিচ্ছে না” শিরোনামে সংবাদ সম্মেলনে একথা জানানো হয়। এসময় তারা জানান এবার নির্বাচনে অংশ নিয়ে তারা সারা পৃথিবীকে দেখাতে চান ২০১৪ সালে বিএনপি কেন নির্বাচনে আসে নাই।

এসময় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে অভিযোগ করা হয় আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশন সরকারের হয়ে কাজ করছে। নির্বাচন প্রচারণায় বাধা দিচ্ছে, মিথ্যা মামলা হামলা, হুমকি দেয়া হচ্ছে। এপ্রসঙ্গে ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন বলেন অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পথে যদি এগুলো ঘটতে থাকে তাহলে আশঙ্কা থেকেই যায় ভোটের দিন কি হবে?

জাতীয় সমাজতান্ত্রিকদলের নেতা আ.স.ম. আব্দুর রব বলেন, একাত্তরে পাকিস্তানিরাও এমন হামলা করেনি; হামলা করেছে তারা মুক্তিযুদ্ধের সময়, কিন্তু পাকিস্তান আমলে যতগুলো নির্বাচন হয়েছে কোন নির্বাচনে বিরোধীদলীয় প্রার্থীদের ওপর, কর্মীদের ওপর এমন হামলা হয়নি। আগামীকাল সকাল ১১টায় হোটেন পুরবানীতে ঐক্যফ্রন্টের ইশতেহার ঘোষণা করা হবে বলেও দলের পক্ষ থেকে জানানো হয়।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like