২১ আগস্ট গ্রেনেড হামলার বিচারের রায় কার্যকরের দাবিতে নানা কর্মসূচী পালিত

১২৬

২১ আগস্ট গ্রেনেড হামলার বিচারের রায় কার্যকর করার দাবিতে সারাদেশে নানা কর্মসূচী পালিত হয়েছে।

এ উপলক্ষ্যে চাঁদপুরে বৃহস্পতিবার সকালে গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে শোক র‌্যালি ও আলোচনা সভা হয়েছে। এসময় বক্তারা দ্রুত এ বর্বরোচিত হামলার বিচারের রায় কার্যকর করার দাবি জানান। দিনাজপুরে জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে হামলার সঙ্গে জড়িত তাকের রহমান ও লুৎফুজ্জামান বাবরসহ অন্যান্য পলাতক আসামীদের দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকরের দাবি জানানো হয়। এসময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কুশপুত্তলিকা দাহ করেন তারা। এছাড়া খুলনা, নীলফামারী, গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় শোক র‍্যালি, মানববন্ধন, সভাসহ নানা কর্মসূচী পালিত হয়েছে।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like