২১ বছরে বাংলাদেশে পাকিস্তানী ভাবধারায় পরিচালনা করা হয়েছে: মোস্তফা জব্বার

১৮৫

১৯৯৬ সালের আগের ২১ বছরে বাংলাদেশে মৌলবাদের চর্চা করা হয়েছে। দেশকে পাকিস্তানী ভাবধারায় পরিচালনা করা হয়েছে বলে মন্তব্য করেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তফা জব্বার।

রবিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ আয়োজিত আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির কম্পিউটার কৌশল বিভাগের উদ্যোগে ‍ফাইভ জি দ্যা ফিউচার নেটওয়ার্ক  সভায় একথা বলেন তিনি। এসময় তিনি বলেন, বাংলাদেশে টেলিযোগাযোগ খাত ফাইভ জিতে প্রবেশ করতে যাচ্ছে ২০২১ সালের মধ্যে। সেমিনারে বক্তব্য রাখেন আইইবি’র সভাপতি আব্দুস সবুর ও সাধারন সম্পাদক মো: মঞ্জুর মোরশেদ। এসময় ফাইভ জি প্রযুক্তির নানামুখী ব্যবহার ও সুফল তুলে ধরেন বক্তারা।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like