২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত ১০ জন

গত ২৪ ঘণ্টায় ১৪৮টি নমুনা পরীক্ষা করে ১০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

শনিবার (২৯ অক্টোবর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে ১০টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।

নতুন আক্রান্ত ৬ জন নগরের এবং ৪ জন লোহাগাড়া, বোয়ালখালী, ফটিকছড়ি ও হাটহাজারীর বাসিন্দা। এ পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৯ হাজার ৪৫৭ জন। এর মধ্যে মহানগর এলাকায় ৯৪ হাজার ৩৯০ জন এবং উপজেলায় ৩৫ হাজার ৬৭ জন।

এছাড়া মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩৬৭ জনের মধ্যে ৭৩৭ জন মহানগর এবং ৬৩০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

You might also like