২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ১,১৬২ : মারা গেছেন ১৯ জন

১০৪

দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৬২ জন এবং মারা গেছেন ১৯ জন। দেশে বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ১৭ হাজার ৮২২ এবং মৃতের সংখ্যা ২৬৯ জন।

এদিকে করোনা ভাইরাস থেকে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩ হাজার ৩৬১ জন। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২১৪ জন।

আজ (বুধবার) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৭ হাজার ৮৬২টি। আগের দিন নমুনা সংগ্রহ হয়েছিল ৬ হাজার ৮৪৫টি। নমুনা সংগ্রহ আগের দিনের চেয়ে ১ হাজার ১৭টি বেশি। গত ২৪ ঘন্টায় দেশের ৪১টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ৭ হাজার ৯শ’টি। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ৬ হাজার ৭৭৩টি। গতকালের চেয়ে নমুনা পরীক্ষা ১ হাজার ১২৭টি বেশি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১ লাখ ৪৪ হাজার ৫৩৮টি।

অনলাইন নিউজ ডেস্ক/বিজয় টিভি

You might also like