২৫ জুলাই থেকে বনলতা এক্সপ্রেস ট্রেন চালু- রেলপথমন্ত্রী

২২৮

আগামী ২৫ জুলাই বনলতা এক্সপ্রেস ট্রেন চাঁপাইনবাবগঞ্জ থেকে চালুর ঘোষণা দিলেন রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন এমপি।

প্রধানমন্ত্রী প্রতিশ্রুত চাঁপাই থেকে ঢাকা আন্তঃনগর ট্রেন চালুর পূর্ব প্রস্তুতি উপলক্ষে দুপুরে চাঁপাইনবাবগঞ্জ রেলষ্টেশনে সূধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, রেলষ্টেশনের অবকাঠামো তৈরী করার প্রক্রিয়া শুরু হয়েছে। ট্রেন রাখার জন্য আলাদা লাইন, ওয়াশফিট নির্মাণ ও প্লাটফরম নির্মাণ কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। এছাড়া, এসি ও শোভন চেয়ারের জন্য ২’শ ৭৬ টি বরাদ্দ রয়েছে। এর আগে তিনি সকালে সোনামসজিদ স্থলবন্দর পর্যন্ত রেললাইন সম্প্রসারণের সম্ভাব্য স্থান পরিদর্শন করেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল ওদুদ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসি ইসলাম জেসি।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like