২ ফেব্রুয়ারি গণভবনে যাবে বিকল্পধারা বাংলাদেশ দলটি

১০১

আগামী ২ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চা-চক্রে গণভবনে যাবে, মহাজোটের অংশ হয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচন করা বিকল্পধারা বাংলাদেশ দলটির সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে ২১ সদস্যের দল।

মঙ্গলবার ( ২৯ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিকল্পধারা জানায়, বি চৌধুরী এবং বিকল্পধারা ও যুক্তফ্রন্টের নেতাদের নামে আলাদাভাবে প্রধানমন্ত্রীর আমন্ত্রণপত্র পাঠানো হয়। আগামী ২ ফেব্রুয়ারি শনিবার বেলা সাড়ে তিনটায় তাঁরা ২১ সদস্যের একটি দল গণভবনে যাবেন।

নির্বাচনের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসেন। সংলাপে অংশ নেওয়া সব দলকে প্রধানমন্ত্রী শুভেচ্ছা বিনিময় ও চা-চক্রে আমন্ত্রণ জানিয়েছেন। বিকল্পধারা থেকে সংলাপে অংশ নেওয়া সদস্যরাও এ দাওয়াত পেয়েছেন।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like