২ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত মাছ ধরা বন্ধের সরকারি সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি

১৫১

২ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত মাছ ধরা বন্ধের সরকারি সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে উত্তর চট্টলা উপকূলীয় মৎস্যজীবী জলদাস সমবায় কল্যাণ ফেডারেশন।

শনিবার দুপুরে নগরীর প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি লিনট জলদাস। বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশ গুপ্ত। সরকারি এ সিদ্ধান্তের কারণে জড়িত ৩৮ জেলে পল্লীর প্রায় চার লাখ পরিবার অনাহারে দিনা কাটাচ্ছে বলে অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে। আগামী ৭ দিনের মধ্যে মাছ ধরা বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারসহ অন্যান্য দাবি মেনে না নিলে আগামী ৯ জুন ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধের হুশিয়ারি দেন তারা।

 

 

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like