৩০ আগস্টের মধ্যে অবৈধ অভিবাসীদের মালয়েশিয়া ছাড়ার নির্দেশ

৩৪৮

মালয়েশিয়া অবৈধ অভিবাসীদেরকে আগামী ৩০ আগস্টের মধ্যে দেশ ছাড়তে হবে অথবা পুনঃবৈধকরন সম্পন্ন করতে হবে। এরপরে আর ট্রাভেল পাস ইস্যু করা হবে না। অভিযানে ধরা পড়লেই নেয়া হবে কঠোর ব্যবস্থা।

সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি জানান, মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক সেরি মুস্তফার আলী। বলেন, মালয়েশিয়ার সার্বভৌমত্ব ও নিরাপত্তার স্বার্থে এ বিষয়ে কোন আপস করা হবে না।

অভিযান সাময়িকভাবে শিথিল করা হলেও ৩০ আগষ্টের পরে সাড়াঁশি অভিযান চলানো হবে। মালয়েশিয়া ইমিগ্রেশন ও বাংলাদেশ দূতাবাসের তথ্যমতে গেল ছয় মাসে বাংলাদেশের প্রায় সাড়ে ৪ হাজার কর্মীসহ বিভিন্ন দেশের ২১ হাজার অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ।

 

 

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like