৪ জনকে কুপিয়ে হত্যার পর গণপিটুনিতে নিহত ঘাতক
কুমিল্লার দেবীদ্বারে চারজনকে কুপিয়ে হত্যা করার পর গণপিটুনিতে নিহত হয়েছে ঘাতক।
বুধবার সকালে রাধানগরে এ ঘটনা ঘটে। কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাখাওয়াত হোসেন এ তথ্য নিশ্চিত করেন। জানান, পূর্বশত্রুতার জেরে রিক্সা চালক মোখলেছুর রহমান একই গ্রামের শাহ আলমের স্ত্রী আনোয়ারা বেগম, তার ছেলে হানিফ ও একই বাড়ির নুরুল ইসলামের স্ত্রী নাজমা বেগম ও মা মাজেদা বেগমকে কুপিয়ে হত্যা করে। পরে জনতা মোখলেছুর রহমানকে গণপিটুনি দেয়। এতে মোখলেছুর রহমানও মারা যায়।
নিউজ ডেস্ক / বিজয় টিভি