৫০ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
গাজীপুর জেলার কাপাসিয়া থানাধীন শ্যামপুর থেকে ৫০ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব-১ এর সহকারী পরিচালক (অপস্ অফিসার) সহকারী পুলিশ সুপার নোমান আহমদ জানান, শুক্রবার (১৮ মার্চ) র্যাব-১, উত্তরার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ব্রাহ্মণবাড়িয়া থেকে একটি পিকআপযোগে গাঁজার বড় একটা চালান গাজীপুরের কাপাসিয়ার দিকে আসছে। ওই তথ্যের ভিত্তিতে দলটি শুক্রবার (১৮ মার্চ) ভোরে গাজীপুর জেলার কাপাসিয়া থানাধীন শ্যামপুর সালদই চৌরাস্তা গিয়াসপুর রোডে শামীম স্টোরের সামনে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে ওই তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ৫০ কেজি গাঁজা, মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ, ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা হলেন, গাজীপুরের আতিক হাসান (৩৬), ব্রাহ্মণবাড়িয়ার মো. রুবেল মিয়া (৩১) ও রহমত উল্লাহ (২১)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া থেকে গাঁজা সংগ্রহ করে গাজীপুর জেলাসহ আশপাশের এলাকায় বিক্রি করে আসছিল। উদ্ধার করা মাদকদ্রব্য ও গ্রেপ্তার মাদক ব্যবসায়ীদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।