৫০ হাজার পরিবারের খাবার ব্যবস্থা করবেন সাঈদ খোকন

১১০

করোনা পরিস্থিতিতে ৫০ হাজার হতদরিদ্র পরিবারের জন্য এক মাসের খাবারের ব্যবস্থা করার ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

তিনি গতকাল (শুক্রবার) গুলিস্তান এলাকায় জীবাণুনাশক ছিটানো কার্যক্রম পরিদর্শনকালে জানান, শনিবার থেকে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।

এ সময় মেয়র উপস্থিত শতাধিক হতদরিদ্র রিকশাচালক ও খেটে খাওয়া মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণ করেন।

সাঈদ খোকন বলেন, ‘অনেক আগে থেকে আমাদের দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় জীবাণুনাশক ছিটানোর কার্যক্রম শুরু করা হয়েছে।

তিনি এই দুর্দিনে খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াতে বিত্তবানদের প্রতি আহবান জানান।

মেয়র বলেন, ‘কোনও নাগরিক যদি বাসায় থেকে আমাদের হটলাইনে ফোন করে জানান, তিনি খাবার সংকটে রয়েছেন। আমরা তার বাসায় খাবার পৌঁছে দেবো। এ জন্য আমাদের নির্বাচিত কাউন্সিলর ও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের সমন্বয়ে একটি টিম গঠন করা হয়েছে। তারা এরই মধ্যে কাজ শুরু করেছেন।’

সাঈদ খোকন বলেন, ‘আমার মেয়াদ থাকুক আর নাই থাকুক, আমি সব সময় নগরবাসীর পাশে আছি এবং থাকবো। আপনারা আমাকে সব সময় পাশে পাবেন।’

তিনি বলেন, ‘হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করার জন্য আমাদের সাত জন ম্যাজিস্ট্রেটসহ গঠিত কমিটির সবাই কাজ করছেন। প্রতিদিন আমরা তথ্য সংগ্রহ করছি।’

অনলাইন নিউজ ডেস্ক/বিজয় টিভি

You might also like