৫ লাখ টাকার বিদেশী মদও বিয়ারসহ গ্রেফতার-৩

৯৫

শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ মদসহ বিভিন্ন নেশাজাতীয় দ্রব্য বিক্রির অভিযোগে গাজীপুর মহানগরের টঙ্গীর আমতলী এলাকার জাভান হোটেলে অভিযান চালিয়েছে র‌্যাব-১ ও ৩ এর সদস্যরা। এসময় সরকারী অনুমতিহীন মদ বিয়ারসহ বিভিন্ন মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও হোটেলে অসামাজিক কার্যক্রম পরিচালনার অভিযোগে ৩ জনকে আটকসহ তাদের হেফাজত থেকে প্রায় ৫ লাখ টাকার মদ ও বিয়ার উদ্ধার করেছে।

র‌্যাব-৩ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১ ও -৩ এর সমন্বয়ে একটি একটি দল জাভান হোটেলে অভিযান চালায়। এ সময় জাভান হোটেল থেকে প্রায় ৫ লাখ টাকা মূল্যের ৬০ বোতল বিদেশী মদ ও ১০ কেস বিদেশী বিয়ারসহ ৩ জনকে গ্রেফতার করে র‌্যাব।

র‌্যাব আরো জানান, জাবান হোটেলের বিরুদ্ধে শুল্কমুক্ত সুবিধায় মদ বিক্রির অভিযোগ দীর্ঘদিনের। তারা বিপুল পরিমান রাজস্ব ফাঁকি দিয়ে কোটি কোটি টাকার মদ বিক্রি করে আসছিল। সুনিদিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের ওখানে অভিযান চালিয়ে বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধার করা হয়। মাদকদ্রব্য গুলো গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পূর্ব থানায হস্তান্তর করা হয়েছে।

You might also like