৬টি তরমুজ ফাটানোয় ২ লাখ ৩০ হাজার টাকা ক্ষতির অভিযোগ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউয়িনের মদনপুর গ্রামে ৬ টি তরমুজ ফাটানোর অভিযোগ এনে ২ লাখ ৩০ হাজার টাকা ক্ষতি উল্লেখ করে দিন মজুর সাখাওয়াত হোসেনসহ ৬ জনকে আসামী করে গোবিন্দগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
এ বিষয়ে স্থানীয়ভাবে চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সমন্বয়ে শালিস করা হলেও কোন সমাধান হয়নি। অভিযুক্ত ব্যাক্তিদের বিভিন্নভাবে হুমকি প্রদান করছেন তরমুজ ক্ষেতের মালিক একই গ্রামের বাসিন্দা বুলু মিয়া ওরফে বাদল।
এলাকাবাসী ও ভুক্তভোগীদের দাবী পারিবারিক শত্রুতার জেরে ও অভিযুক্ত ব্যাক্তিদের সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এমন মিথ্যা অভিযোগ আনা হয়েছে।