৬ কোটি ৬০ লক্ষ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ
দোহারের জয়পাড়া বাজার থেকে ৩৩ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড।
সকালে উপজেলার জয়পাড়া বাজারের ৫ টি দোকান থেকে কারেন্ট জালগুলো জব্দ করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে জালগুলো পুড়িয়ে ধংস করা হয়। বাংলাদেশ কোস্টগার্ড বাহিনীর লেফটেন্যান্ট স্টেশন কমান্ডার জানান, দোহার উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার এবং দোহার উপজেলা মৎস্য কর্মকর্তার যৌথ অভিযানে কারেন্ট জালগুলো জব্দ করা হয়।
নিউজ ডেস্ক / বিজয় টিভি