৭ ঘণ্টায় ১ মিলিয়ন ভিউ পেরুলো ‘ব্যাচেলর পার্টি সং’

কাবিলা, নেহাল, শুভ, হাবু ও পাশা এই চরিত্রগুলো দর্শকপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’ এর। সবার মুখে মুখে জায়গা করে নেয় তাদের বিভিন্ন সংলাপ ও অভিনয়।

কাজল আরেফিন অমি পরিচালিত নাটকটির তৃতীয় সিজন পর্যন্ত প্রচার হয়েছিল। এবার নাটকটির নতুর সিজন তৈরি হল। এই সিজনটি প্রচার হবে আগামী ১১ মার্চ থেকে।

নতুন খবর হল, ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকটির ব্যাচেলর পার্টি সং’ ৭ ঘণ্টায় ১ মিলিয়ন ভিউ পেরুলো। ২ মিলিয়ন ভিউয়ের পথে এখন গানভিডিওটি।

এই প্রতিবেদনা লেখার আগ পর্যন্ত ইউটিউব ট্রেন্ডিংয়ে ১১ তে অবস্থান করছে এটি। এরই মধ্যে এতে লাইক জমা পড়েছে ১ লাখ ৯৪ হাজারের উপরে। কমেন্ট জমা পড়েছে প্রায় ১৭ হাজার।

‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন-৪ এ অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, চাষী আলম, মিশু সাব্বির, সাবিলা নূর, সানজানা সরকার রিয়া, ফারিয়া শাহরিন, সুমন পাটোয়ারি, শরাফ আহমেদ জীবন, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু, পাভেল, শিমুল।

এবার তাদের সঙ্গে যুক্ত হয়েছেন পারসা ইভানা ও আশুতোষ সুজন। সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে বেশ আলোচনায় রয়েছে এবারের সিজনটি। দর্শকমহলে এ নিয়ে চর্চাও হচ্ছে বেশ।