৭ দফা দাবিতে আমরণ অনশনে জগন্নাথের ১১ শিক্ষার্থী
সাত দফা দাবিতে আমরণ অনশন শুরু করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১১ শিক্ষার্থী।
সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ১১ শিক্ষার্থী অনশন কর্মসূচিতে বসেন। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ক্যানটিনের খাবারের দাম কমানো ও মান উন্নয়ন, বাসের ডাবল শিফট চালুসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করে আসছেন। আন্দোলনের সমন্বয়ক রাইসুল ইসলাম বলেন, ‘প্রশাসনের মুখের কথায় আমরা বিশ্বাস করি না। বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে সব দাবি কত দিনের মধ্যে বাস্তবায়ন করা হবে, তা সংবাদ বিজ্ঞপ্তি আকারে প্রকাশ না করা পর্যন্ত আন্দোলন চলবে।’এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নূর মোহাম্মাদ বলেন, উপাচার্যের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি