৯ দফা দাবিতে ৭ম দিনের মতো আজও খুলনা-যশোর অঞ্চলের রাষ্ট্রায়ত্ব পাটকলের শ্রমিকরা কর্মবিরতির পালন
বকেয়া পাওনাসহ ৯ দফা দাবিতে ৭ম দিনের মতো আজও খুলনা-যশোর অঞ্চলের রাষ্ট্রায়ত্ব পাটকলের শ্রমিকরা কর্মবিরতির পালন করছে।
ভোর ৬টা থেকে কর্মস্থলে যোগ না দিয়ে পাটকলের প্রায় অর্ধলাখ শ্রমিক আন্দোলনে অংশ নেয়। খালিশপুর ক্রিসেন্ট জুট মিল প্রশাসনিক ভবনের সামনে এক সমাবেশের আয়োজন করে শ্রমিক নেতারা। পরে বিকাল ৪টায় বিক্ষোভ মিছিল নিয়ে নতুন রাস্তা মোড়, আটরা ও রাজঘাটের খুলনা-যশোর মহাসড়ক অবস্থান করে তারা। সেখানে সন্ধ্যা ৭টা পর্যন্ত রাজপথ রেলপথ অবরোধ করে রাখে বিক্ষুব্ধ শ্রমিকরা।
নিউজ ডেস্ক / বিজয় টিভি