আবারো কনটেইনার জটের আশঙ্কায় রয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। লকডাউনের শুরু থেকে সচল রয়েছে চট্টগ্রাম বন্দরের সকল অপারেশনাল কার্যক্রম।
তবে, করোনা পরিস্থিতিতে সকল অপারেশনাল কর্মীদের কাজে লাগাতে পারছে না বন্দর। ডিপোগামী মজুদকৃত কনটেইনারের পাশাপাশি কয়েক হাজার টিইইউএস কন্টেইনার ভর্তি জাহাজ ঘাটে বার্থিংয়ের জন্য অপেক্ষায় আছে। সবমিলিয়ে আবারো কনটেইনার জটের আশঙ্কা করছে বন্দর কর্তৃপক্ষ।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মোহাম্মদ উমর ফারুক বলেন, বন্দরের কাজ বাধাপ্রাপ্ত যাতে না হয়, সেজন্য বিভিন্ন নির্দেশনা দেয়া হয়েছে। বন্দর ব্যবহারকারীদের সহযোগিতা পেলে বন্দরে কনটেইনার জট তৈরি হবে না।