আফগানিস্তানের ৮৫ শতাংশের বেশি এলাকা দখলে নেয়ার দাবি করেছে সশস্ত্র গোষ্ঠী তালেবান।
শুক্রবার (০৯ জুলাই) রাশিয়ার রাজধানী মস্কো সফরকালে এক সংবাদ সম্মেলনে এই দাবি করে তালেবান প্রতিনিধিদল।
এতে জানানো হয়, তারা আফগানিস্তানের ৩৯৮টি জেলার মধ্যে ২৫০টি নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়েছে। এসময় তালেবান প্রতিনিধি দলের সদস্য শাহাবুদ্দিন দেলওয়ার, আফগানিস্তানে জঙ্গিগোষ্ঠী আইএস যেন কোনোভাবে সক্রিয় না হতে পারে সে বিষয়ে পদক্ষেপ নেয়ার ঘোষণা দেন। মার্কিন ও ন্যাটোর সেনা প্রত্যাহারের মধ্যেই এমন দাবি করেছে তালেবান।
যদিও আফগানিস্তানের সরকারি কর্মকর্তারা তালেবানের এই দাবি প্রত্যাখ্যান করে অধিকাংশ এলাকা তাদের নিয়ন্ত্রণে থাকার কথা জানিয়েছে।