তেল পাচারের অভিযোগে ওমান সাগরে একটি বিদেশি ট্যাংকার জব্দ করেছে ইরান। ২০ লাখ লিটার তেল ছিল জাহাজটিতে। বুধবার (১৬ জুলাই) দেশটির বিচার বিভাগের বরাতে এ তথ্য জানিয়েছে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের।
হরমুজগান প্রদেশের প্রধান বিচারপতি মুজতবা গাহরেমানি বলেন, ‘ওমান উপসাগরে জ্বালানি চোরাচালানের অভিযোগে সন্দেহজনক গতিবিধি বিবেচনায় এবং বৈধ কাগজপত্র না থাকায় একটি বিদেশি ট্যাংকারের কার্গোকে তল্লাশি করা হয় এবং ২০ লাখ লিটার চোরাই তেল বহনের অভিযোগে সেগুলো জব্দ করা হয়।’
গাহরেমানি জানান, ট্যাংকারটিতে থাকা ক্যাপ্টেন ও ক্রুসহ মোট ১৭ জনকেও আটক করা হয়েছে। তবে জব্দ করা ট্যাংকারটির নাম বা এটি কোন দেশের সে সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি তিনি। আটক ব্যক্তিদের পরিচয় বা জাতীয়তা সম্পর্কেও কিছু জানানো হয়নি। জাস্ক কাউন্টি প্রসিকিউটরের কার্যালয়ে এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।
গাহরেমানি বলেন, ‘বিদেশিদের সঙ্গে সমন্বয় করে যারা জাতীয় সম্পদ লুটপাটের উদ্দেশ্যে জ্বালানি চোরাচালানে জড়িয়ে পড়েছে, তাদের কার্যকলাপ বিচার বিভাগের দৃষ্টি এড়াতে পারবে না। জ্বালানি পণ্যের সঠিক পরিমাণ নির্ধারণের জন্য প্রমাণ সংগ্রহ করছে এবং জাহাজের নথিপত্র যাচাই করছে। তদন্ত শেষ হওয়ার পরে বিচার বিভাগীয় কর্তৃপক্ষ মামলার ফলাফল ঘোষণা করবে। যদি অপরাধ প্রমাণিত হয়, তাহলে তাদের শাস্তি হবে কঠোর ও অনমনীয়।’