1. junayed@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  2. boe01@bijoy.tv : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  3. rafi@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  4. rubel@bijoy.tv : support_admin :
নিজ নাগরিকদের ‘এ মুহূর্তে’ ইরান ছাড়তে বলল যুক্তরাষ্ট্র - বিজয় টিভি
ঢাকা মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ১২:০৬ অপরাহ্ন

নিজ নাগরিকদের ‘এ মুহূর্তে’ ইরান ছাড়তে বলল যুক্তরাষ্ট্র

বিজয় টিভি নিউজ
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে
নিজ নাগরিকদের ‘এ মুহূর্তে’ ইরান ছাড়তে বলল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র নিজ দেশের নাগরিকদের দ্রুত ইরান ছাড়ার নির্দেশনা দিয়েছে। দেশটিতে চলমান বিক্ষোভে নিরাপত্তাহীনতার কারণে এমন সতর্কতা জারি করা হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) স্থানীয় সময় ইরানের যুক্তরাষ্ট্রের ভার্চুয়াল দূতাবাস এ সতর্কতা জারি করে।

সতর্কবার্তায় বলা হয়েছে, দেশজুড়ে চলমান বিক্ষোভ তীব্র আকার ধারণ করছে এবং তা সহিংস রূপ নিতে পারে, যার ফলে গ্রেপ্তার, আহত হওয়া এবং দৈনন্দিন জীবনে মারাত্মক ব্যাঘাত ঘটতে পারে।

দূতাবাস জানিয়েছে, ইরানজুড়ে বিক্ষোভ সহিংস হয়ে উঠতে পারে এবং এ প্রেক্ষিতে ইরানি কর্তৃপক্ষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।

সতর্কবার্তায় আরও বলা হয়েছে, বাড়তি নিরাপত্তা ব্যবস্থায় সড়ক বন্ধ, গণপরিবহন ব্যাহত এবং ইন্টারনেট বন্ধ রয়েছে।

এতে আরও বলা হয়, ‘ইরান সরকার মোবাইল, ল্যান্ডলাইন এবং জাতীয় ইন্টারনেট নেটওয়ার্কে প্রবেশাধিকার সীমিত করেছে। এয়ারলাইনগুলো ইরান থেকে ও ইরানে ফ্লাইট সীমিত বা বাতিল করছে, এবং বেশ কয়েকটি সংস্থা ১৬ জানুয়ারি পর্যন্ত তাদের পরিষেবা স্থগিত রেখেছে।

মার্কিন নাগরিকদের তাৎক্ষণিক সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়ে দূতাবাস পরামর্শ দিয়েছে, স্থলপথে আর্মেনিয়া ও তুরস্ক হয়ে ইরান ত্যাগ করার কথা বিবেচনা করতে।

সতর্কবার্তায় বলা হয়, ‘মার্কিন নাগরিকদের দীর্ঘমেয়াদি ইন্টারনেট বিভ্রাটের জন্য প্রস্তুত থাকতে হবে, বিকল্প যোগাযোগব্যবস্থার পরিকল্পনা করতে হবে এবং যদি নিরাপদ হয়, তবে স্থলপথে আর্মেনিয়া বা তুরস্ক হয়ে ইরান ত্যাগ করার কথা বিবেচনা করতে হবে।’

জোর দিয়ে সতর্কবার্তায় বলা হয়, ‘এখনই ইরান ত্যাগ করুন। যুক্তরাষ্ট্র সরকারের সহায়তার ওপর নির্ভর না করে ইরান ত্যাগের পরিকল্পনা রাখুন।’

যারা ইরান ত্যাগ করতে পারছেন না, তাদের জন্য দূতাবাস নিরাপদ স্থানে অবস্থান করার এবং জরুরি সামগ্রী মজুত রাখার পরামর্শ দিয়েছে।

সতর্কবার্তায় বিশেষ করে ‘দ্বৈত নাগরিকদের’ জন্য গুরুতর ঝুঁকির কথা পুনরায় উল্লেখ করা হয়েছে। ‘মার্কিন-ইরানি দ্বৈত নাগরিকদের ইরান ত্যাগ করতে হলে ইরানি পাসপোর্ট ব্যবহার করতে হবে। ইরান সরকার দ্বৈত নাগরিকত্ব স্বীকার করে না এবং মার্কিন-ইরানি দ্বৈত নাগরিকদের শুধুমাত্র ইরানি নাগরিক হিসেবেই বিবেচনা করে,’ এতে বলা হয়।

আরও বলা হয়, ‘মার্কিন নাগরিকদের জিজ্ঞাসাবাদ, গ্রেপ্তার এবং আটক হওয়ার ঝুঁকি অত্যন্ত বেশি। মার্কিন পাসপোর্ট প্রদর্শন বা যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক দেখানোই ইরানি কর্তৃপক্ষের কাছে কাউকে আটক করার জন্য যথেষ্ট কারণ হতে পারে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
অশ্লীলতার অভিযোগে বিপাকে যশের ‘টক্সিক’

অশ্লীলতার অভিযোগে বিপাকে যশের ‘টক্সিক’

মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬

রাজশাহীতে ট্রাক উল্টে ৩ জনের মৃত্যু

বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬

শুরু হলো ইংরেজি নতুন বর্ষ ২০২৬

বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬

প্রশংসায় ভাসছেন হৃদয় খান

রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬

সাম্প্রতিক পোস্ট

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.