সৌদি আরবের রাষ্ট্রীয় খনন কোম্পানি মা’আদেন নতুন করে চারটি খনি এলাকা থেকে বিপুল পরিমাণ সোনা উত্তোলন করেছে। কোম্পানিটির সর্বশেষ ঘোষণায় জানানো হয়েছে, এসব খনি থেকে মোট ৭৮ লাখ আউন্স সোনা উত্তোলন করা হয়েছে, যা প্রায় ২ লাখ ২১ হাজার কেজির সমান। গালফ নিউজ এ তথ্য জানিয়েছে।
সোনা উত্তোলনের এই সাফল্যের ফলে সৌদি আরবের খনিজ সম্পদের মজুত আরও সমৃদ্ধ হয়েছে। একই সঙ্গে বৈশ্বিক স্বর্ণ উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে মা’আদেনের অবস্থান আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।
প্রাথমিকভাবে ৯০ লাখ আউন্স সোনা উত্তোলনের লক্ষ্য নির্ধারণ করা হলেও বার্ষিক হিসাব ও বাস্তব বিবেচনায় চূড়ান্ত লক্ষ্য কিছুটা কমানো হয়। তবুও নির্ধারিত লক্ষ্যের কাছাকাছি উল্লেখযোগ্য পরিমাণ সোনা উত্তোলন সম্ভব হয়েছে বলে জানিয়েছে কোম্পানিটি।
মানসুরাহ মাসসারাহ, উরুক ২০/২১, উম্ম আস সালাম ও ওয়াদি আল জাও এই চারটি খনি থেকে সোনা উত্তোলন করা হয়েছে। এর মধ্যে মানসুরাহ মাসসারাহ খনি থেকে সবচেয়ে বেশি, প্রায় ৩০ লাখ আউন্স সোনা পাওয়া গেছে। উরুক ২০/২১ ও উম্ম আস সালাম খনি থেকে উত্তোলন করা হয়েছে প্রায় ১৬ লাখ ৭০ হাজার আউন্স সোনা। নতুন খনি ওয়াদি আল জাও থেকে প্রথমবারের মতো প্রায় ৩০ লাখ ৮০ হাজার আউন্স সোনা উত্তোলন করা হয়।
মা’আদেনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বব উইল্ট বলেন, এই ফলাফল প্রমাণ করে যে কোম্পানির দীর্ঘমেয়াদি পরিকল্পনা সফলভাবে বাস্তবায়িত হচ্ছে। তিনি আরও জানান, সোনা অনুসন্ধান ও খনি উন্নয়নে বিনিয়োগ বাড়ানো হলে ভবিষ্যতে কোম্পানির সম্পদ ও নগদ অর্থ প্রবাহ আরও বৃদ্ধি পাবে।