1. junayed@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  2. boe01@bijoy.tv : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  3. rafi@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  4. rubel@bijoy.tv : support_admin :
ইন্দোনেশিয়ায় ১১ জন আরোহী নিয়ে বিমান নিখোঁজ
ঢাকা শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন

ইন্দোনেশিয়ায় ১১ জন আরোহী নিয়ে বিমান নিখোঁজ

বিজয় টিভি নিউজ
  • প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে
ইন্দোনেশিয়ায় ১১ জন আরোহী নিয়ে বিমান নিখোঁজ

ইন্দোনেশিয়ায় ১১ জন আরোহী নিয়ে একটি ছোট আকারের যাত্রীবাহী বিমান নিখোঁজ হওয়ার পর দেশটির কর্তৃপক্ষ ব্যাপক তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করেছে। শনিবার (১৭ জানুয়ারি) দেশটির আকাশপথে চলাচলরত বিমানটির সঙ্গে হঠাৎ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

মাকাসার সার্চ অ্যান্ড রেসকিউ সংস্থার তথ্য অনুযায়ী, ইন্দোনেশিয়া এয়ার ট্রান্সপোর্টের ওই টার্বোপ্রপ বিমানটি যোগিয়াকার্তা থেকে যাত্রা শুরু করে সুলাওয়েসি দ্বীপের মাকাসার শহরের উদ্দেশে যাচ্ছিল। বিমানটিতে তিনজন যাত্রী ও আটজন ক্রু সদস্য ছিলেন। স্থানীয় সময় দুপুর ১টার কিছু পর বিমানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়।

স্থানীয় সার্চ অ্যান্ড রেসকিউ সংস্থার প্রধান মুহাম্মদ আরিফ আনোয়ার জানান, বিমানের সর্বশেষ অবস্থান শনাক্ত হওয়া এলাকাকে কেন্দ্র করে অনুসন্ধান চালানো হচ্ছে। তিনি বলেন, মাকাসারের সীমান্তবর্তী মারোস রিজেন্সির একটি পার্বত্য এলাকায় উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে, যেখানে বিমানটি শেষবারের মতো রাডারে ধরা পড়েছিল বলে ধারণা করা হচ্ছে।

মাকাসার সার্চ অ্যান্ড রেসকিউ সংস্থার অপারেশনস প্রধান আন্দি সুলতান জানান, অনুসন্ধান অভিযানে হেলিকপ্টার ও ড্রোন ব্যবহার করা হচ্ছে। স্থল ও আকাশপথে পরিচালিত এই অভিযানে অংশ নিয়েছেন ইন্দোনেশিয়ার বিমান বাহিনী, পুলিশ এবং স্বেচ্ছাসেবকরাও।

দক্ষিণ-পূর্ব এশিয়ার বিশাল দ্বীপপুঞ্জের দেশ ইন্দোনেশিয়ায় হাজারো দ্বীপের মধ্যে যোগাযোগের প্রধান মাধ্যম হিসেবে আকাশপথের ওপর ব্যাপকভাবে নির্ভর করতে হয়। তবে দেশটির বিমান চলাচল নিরাপত্তা নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ রয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনার সাক্ষী হয়েছে দেশটি। গত বছরের সেপ্টেম্বর মাসে দক্ষিণ কালিমান্তান প্রদেশে উড্ডয়নের কিছুক্ষণ পর ছয় যাত্রী ও দুই ক্রু সদস্য নিয়ে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়, এতে বিমানে থাকা সবাই নিহত হন। এর এক সপ্তাহেরও কম সময় পর, প্রত্যন্ত পাপুয়া অঞ্চলের ইলাগা জেলায় আরেকটি হেলিকপ্টার দুর্ঘটনায় চারজন নিহত হন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
এক শর্তে ফের ‘ডন’ হয়ে ফিরবেন শাহরুখ!

এক শর্তে ফের ‘ডন’ হয়ে ফিরবেন শাহরুখ!

শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬

রাজশাহীতে ট্রাক উল্টে ৩ জনের মৃত্যু

বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬

শুরু হলো ইংরেজি নতুন বর্ষ ২০২৬

বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬

সাম্প্রতিক পোস্ট

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.