আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা-আইএইএ জানিয়েছে, ইরান ২০ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধের পরিকল্পনা করেছে, যা পরমাণু চুক্তির লঙ্ঘন।
পরমাণু সমৃদ্ধকরণের এ পরিকল্পনা দেশটি ফোর্ডো ফুয়েল এনরিচমেন্ট প্লান্টকে অবগত করেছে বলে জানায়, জাতিসংঘের পরমাণু নজরদারি সংস্থাটি। তবে, এ সমৃদ্ধকরণ কবে থেকে শুরু হবে, ইরানের পরিকল্পনায় তা বিস্তারিত জানানো হয়নি।
সংস্থাটি জানায়, পারমাণবিক বোমা তৈরির জন্য শতকরা ৯০ ভাগের বেশি মাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধ করা প্রয়োজন। সে হিসেবে ইরানের কাছে ওই পরিমাণে ইউরেনিয়াম নেই। ২০১৫ সালের চুক্তিতে ইরানের এ ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা ৪% এর নিচে রাখার কথা ছিল কিন্তু নতুন পরিকল্পনায় তা চরমভাবে লঙ্ঘিত হবে বলে জানায় আইএইএ।