জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের জন্য প্রায় ৬শ কোটি ডলার বাজেটে সম্মত হয়েছে সদস্য রাষ্ট্রগুলো।
মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদের বাজেট কমিটি ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত ব্যয়ের জন্য এই বরাদ্দ ঘোষণা করে। আজ সাধারণ পরিষদে আনুষ্ঠানিকভাবে এই বাজেট অনুমোদন পেলে এটি আগামী এক বছরের বাজেট হবে।
এর আগে আলোচনা প্রক্রিয়ায় পরিবর্তন, লজিস্টিকস নিয়ে বিরোধ এবং চীনের বিরুদ্ধে পশ্চিমাদের কঠোর অবস্থানের বাজেট বরাদ্দে সমঝোতায় দেরি হওয়ায় তা হুমকির মুখে পড়েছিল। শান্তিরক্ষা মিশনের বাজেটের সবচেয়ে বড় দাতারাষ্ট্র যুক্তরাষ্ট্র। এর পরে রয়েছে চীন ও জাপান।