রাশিয়ার পূর্বাঞ্চলীয় কামচাটকা উপদ্বীপে ২৯ আরোহীসহ একটি উড়োজাহাজ নিখোঁজ হয়েছে।
মঙ্গলবার এএন-২৬ নামের উড়োজাহাজটি দেশটির পেট্রোপাভলভস্ক-কামচাটকা থেকে পালানা শহরে যাওয়ার পথে নিখোঁজ হয়।
বার্তা সংস্থা তাস ও ইন্টারফ্যাক্স দেশটির আঞ্চলিক কর্মকর্তাদের বরাতে এই তথ্য জানিয়েছে বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, কামচাটকা উপত্যকার ওপর দিয়ে উড্ডয়নের সময় এয়ার ট্রাফ্রিক কন্ট্রোলারের সঙ্গে উড়োজাহাজটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। নিখোঁজের সময় উড়োজাহাজটিতে ২৯ জন আরোহী ছিলেন। আরোহীদের মধ্যে ২২ জন যাত্রী এবং ছয়জন ক্রু ছিলেন।
এদিকে দেশটির উদ্ধারকর্মীরা কমপক্ষে দু’টি হেলিকপ্টার নিয়ে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। এর পাশাপাশি আরও উদ্ধারকর্মীদের প্রস্তুত রাখা হয়েছে।