করোনা সংক্রমণ কমে আসায় চলতি মাসের ১৯ জুলাই থেকে মুখে মাস্ক পরা ও সামাজিক দূরত্ব মেনে চলার মতো বিধিনিষেধ তুলে নিতে যাচ্ছে যুক্তরাজ্য।
চলতি মাসেই এই সিদ্ধান্ত কার্যকর হতে পারে বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।
স্থানীয় সময় সোমবার, এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান তিনি। আগামী ১২ জুলাই, সর্বশেষ পরিস্থিতি দেখে চূড়ান্ত সিদ্ধান্ত দেয়া হবে বলেও জানান তিনি। তবে, শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া ও ভ্রমণের বিষয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, স্বেচ্ছা আইসোলেশনের মতো বিষয়গুলো নিয়ে শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। এ সময় মাস্ক পরার বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে আইনগতভাবে কোনো বাধ্যবাধকতা না থাকলেও জনসমাগমে তিনি নিজে ভদ্রতার অংশ হিসেবে মাস্ক পরে থাকবেন।