শেষ মুহূর্তের গোলে ফিফা ক্লাব বিশ্বকাপে প্রথম জয় পেয়েছে ইন্টার মিলান। স্টপেজ টাইমে ভ্যালেন্টিন কারবোনির জয়সূচক গোলে উরাওয়া রেড ডায়মন্ডসকে ২-১ ব্যবধানে হারিয়েছে ইতালিয়ান ক্লাবটি। ফলে নকআউট পর্বে ওঠার সম্ভাবনার রেখা উজ্জ্বল হয়েছে লাওতারো মার্টিনেজদের।
এদিন বলের অধিকাংশ সময় দখলে রেখেছিল ইন্টার। তবে শুরুতেই গোল হজম করে ইতালিয়ান ক্লাবটি। ফলে সমতায় ফিরতে ইন্টারকে অপেক্ষা করতে হয়েছে ৭৮ মিনিট পর্যন্ত। অবশেষে লাওতারো মার্টিনেজ গোল করে ইন্টারকে সমতায় ফেরান।
এরপর ম্যাচের ৯২ মিনিটে কারবোনি ইন্টারের জয়সূচক গোলটি করেন। এতে অ্যাসিস্ট করেন আরেক বদলি খেলোয়াড় ফ্রানচেস্কো এসপোসিতো।
এদিন ম্যাচে ৮২ শতাংশ বল দখলে রেখে ইন্টার ২৬টি শর্ট নেয়, যার মধ্যে লক্ষ্যে ছিল ৪টি। অন্যদিকে, উরাওয়া ৫টি শর্ট নিয়ে লক্ষ্যে রাখতে পেরেছে ৩টি।
ফলে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ-ই’তে শীর্ষে রয়েছে ইন্টার মিলান। অন্যদিকে, ২ ম্যাচের ২টিতেই হেরে গ্রুপের তলানিতে উরাওয়া।
এর আগে, চ্যাম্পিয়নস লিগের ফাইনালে পিএসজির কাছে ৫ গোল হজম করে ছিটকে পড়ার পর থেকেই ছন্দহীন ছিল ইন্টার মিলান। এছাড়া, ক্লাব বিশ্বকাপেও শুরুর ম্যাচে মেক্সিকোর ক্লাব মন্তেরির বিপক্ষে ড্র করে চাপে পড়ে তারা। ফলে দ্বিতীয় ম্যাচে উরাওয়া রেডসের বিপক্ষে জয়ের কোনো বিকল্প ছিল না তাদের।