1. junayed@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  2. boe01@bijoy.tv : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  3. rafi@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  4. rubel@bijoy.tv : support_admin :
সবাইকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড
ঢাকা মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২০ অপরাহ্ন

সবাইকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড

বিজয় টিভি নিউজ
  • প্রকাশিত: শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ১৯৩ বার পড়া হয়েছে
সবাইকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড

লর্ডসে ভারতীয় ইনিংসের ২১তম ওভারে বেন স্টোকসের বলে এজ হয়ে স্লিপে ধরা পড়েন করুন নায়ার। যা বাঁ দিকে ঝুঁকে এক হাতে তালুবন্দি করেই বিশ্বরেকর্ড গড়লেন ইংলিশ তারকা জো রুট। এর মধ্য দিয়ে তিনি ১৪৮ বছরের টেস্ট ইতিহাসে নন-উইকেটরক্ষক হিসেবে সর্বোচ্চ ক্যাচটি ধরলেন। লর্ডস টেস্ট শুরুর আগে যৌথভাবে রুটের সঙ্গে রেকর্ডটি ভাগাভাগি করছিলেন সাবেক ভারতীয় তারকা রাহুল দ্রাবিড়।

করুন নায়ারের ক্যাচটি ছিল টেস্টে রুটের ২১১তম। এজবাস্টন টেস্টে রাহুল দ্রাবিড়ের সমান ২১০টি ক্যাচ নিয়েছিলেন রুট। সেটিকেই ছাড়িয়ে গেলেন এবার। ফলে সাবেক ভারতীয় কোচ এই তালিকার দুইয়ে নেমে গেলেন। এ ছাড়া টেস্টে নন-উইকেটরক্ষক হিসেবে সর্বোচ্চ ক্যাচ ধরার তালিকায় যথাক্রমে আছেন– মাহেলা জয়াবর্ধনে (২০৫), স্টিভেন স্মিথ (২০০) ও জ্যাক ক্যালিস (২০০)।

বিশ্বরেকর্ড গড়া ২১১টি ক্যাচ ধরতে রুট খেলেছেন ১৫৬ টেস্ট। আর রাহুল ২১০টি ক্যাচ নিতে ১৬৪ টেস্ট খেলেছেন। রুট প্রতি ক্যাচ নিয়েছেন ০.৭১২ ইনিংসে। এদিক থেকে অবশ্য তার ওপরেও একাধিক ক্রিকেটার আছেন। ফিল্ডিংয়ে বিশ্বরেকর্ড গড়া রুট এর আগে ব্যাট হাতেও রেকর্ডগড়া ইনিংস খেলেছেন। তৃতীয় ব্যাটার হিসেবে লর্ডসে টানা তিন ইনিংসে সেঞ্চুরি করেছেন তিনি। এ ছাড়া টেস্ট ইতিহাসে পঞ্চম সর্বোচ্চ রানের মালিক হওয়ার পাশাপাশি পঞ্চম সর্বোচ্চ ৩৭টি সেঞ্চুরির রেকর্ডও গড়েন। রুটের ব্যাটে ভারতের বিপক্ষে যৌথভাবে (আরেকজন স্টিভ স্মিথ) সর্বোচ্চ ১১তম টেস্ট সেঞ্চুরিও এসেছে এদিন।

এদিকে, চলমান লর্ডস টেস্টে সমানে সমান টক্কর দিচ্ছে ভারত-ইংল্যান্ড দু’দলই। সিরিজে ১-১ সমতা নিয়ে তারা লর্ডস টেস্টে মুখোমুখি হয়। যেখানে আগে ব্যাট করতে নেমে স্বাগতিকরা ৩৮৭ রান তুলেছে। তাদের পক্ষে রুট সর্বোচ্চ ১০৪, ব্রাইডন কার্স ৫৬, জেমি স্মিথ ৫১ ও সমান ৪৪ রান করে আসে ওলি পোপ এবং বেন স্টোকসের ব্যাটে। বিপরীতে ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহ একাই ৫ উইকেট শিকার করেছেন।

এরপর নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে প্রথমদিন শেষে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ১৪৫ রান। অধিনায়কত্ব পাওয়ার পর দুর্দান্ত ফর্মে থাকা শুভমান গিল আউট হয়েছেন মাত্র ১৬ রান করে। এ ছাড়া যশস্বী জয়সওয়াল ১৩ ও করুন নায়ার আউট হন ৪০ রানে। দিন শেষে লোকেশ রাহুল ৫৩ এবং ঋষভ পান্ত ১৯ রানে অপরাজিত আছেন। প্রথম ইনিংসে ইংলিশদের চেয়ে ভারত এখনও পিছিয়ে আছে ২৪২ রানে। এই ম্যাচ দিয়ে ৪ বছর টেস্টে ফিরেছেন ইংলিশ পেসার জোফরা আর্চার। তার পাশাপাশি একটি করে উইকেট পেয়েছেন ক্রিস ওকস ও স্টোকস।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ম্যাক্রোঁর বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব

রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি, কমবে তাপমাত্রা

মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত করে তালিকা প্রকাশ

সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত করে তালিকা প্রকাশ

বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

ডাকসু নির্বাচন স্থগিত

সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

সাম্প্রতিক পোস্ট

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বসত্ব সংরক্ষিত ২০২৫ বিজয় টিভি || All Rights Reserved.