মেজর লিগ সকারে টানা পাঁচ ম্যাচে জোড়া গোলের পর এক ম্যাচে বিবর্ণ ছিলেন লিওনেল মেসি। তবে এবার এক ম্যাচ বিরতি দিয়ে আবারও জোড়া গোল করে ভেঙ্গেছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর রেকর্ড।
আজ ভোরে, রেডবুল অ্যারেনায় এমএলএসে নিউইয়র্ক রেড বুলসকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে মেসির ইন্টার মায়ামি। আর এ ম্যাচেই জোড়া গোল করে মেসি ভেঙ্গেছেন রোনালদোর রেকর্ড।
এদিন অবশ্য শুরুতেই ঝলক দেখায় স্বাগতিক নিউইয়র্ক রেডবুলস। ম্যাচের ১৪ মিনিটে প্রথম গোল করেন নিউইয়র্ক রেডবুলসের ডিফেন্ডার আলেক্সান্ডার হ্যাক। পরে ম্যাচের ২৪ মিনিটে মেসির থ্রু বল রিসিভ করে বাঁ পায়ের শর্টে লক্ষ্যভেদ করেন জর্দি আলবা। এর ঠিক পরেই ম্যাচের ২৭ মিনিটে আলবার অ্যাসিস্টে গোল করেন তেলাস্কো সেগোভিয়া। এসময় প্রথমার্ধের অতিরিক্ত ৩ মিনিটে সেগোভিয়া করেন নিজের দ্বিতীয় গোল। এতে ৩-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় মায়ামি।
অন্যদিকে, প্রথমার্ধে একটি গোলে অ্যাসিস্ট করলেও মেসির কোনো গোল ছিল না। তবে দ্বিতীয়ার্ধে নেমেই জোড়া গোল করেন এলএমটেন। যার মধ্যে ৬০ মিনিটে সার্জিও বুসকেতসের থ্রু বল রিসিভ করে বাঁ পায়ের শর্টে লক্ষ্যভেদ করেন মেসি। আর বিশ্বকাপজয়ী তারকা নিজের দ্বিতীয় গোলটি করেন ম্যাচের ৭৫ মিনিটে।
এ জয়ের পর এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকার ৫ নম্বরে এখন মেসির ইন্টার মায়ামি। ২১ ম্যাচে ১২ জয়, ৫ ড্র ও ৪ হারে মেসিদের পয়েন্ট এখন ৪১।