বর্ণাঢ্য ক্যারিয়ারে কম রেকর্ড গড়েননি। ৪০ বছর বয়সে এসেও নতুন করে ইতিহাস লিখছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে চারটি ভিন্ন ক্লাবের হয়ে ১০০ গোল করার কীর্তি গড়লেন তিনি। তবে অনন্য রেকর্ডের স্বাদ নিলেও শিরোপা উঁচিয়ে ধরা হলো না তার।
গতকাল, হংকং স্টেডিয়ামে অনুষ্ঠিত সৌদি সুপার কাপের রোমাঞ্চকর ফাইনালে আল আহলির মুখোমুখি হয়েছিল রোনালদোর আল নাসর। নির্ধারিত সময়ে ২-২ গোলের সমতায় শেষ হয় ম্যাচ। টাইব্রেকারে গিয়ে আল আহলির কাছে ৫-৩ গোলে হেরে শিরোপা ছুঁয়ে দেখা হয়নি রোনালদোর।
তবে, এ ম্যাচের ৪১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ইতিহাসে অমর হয়ে গেলেন সিআরসেভেন। এটি সৌদি ক্লাবটিতে তার ১০০তম গোল। ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের পর চতুর্থ ক্লাবে এই কীর্তি গড়লেন তিনি, যা আর কোনো ফুটবলারের নেই।
এমন অর্জনের মধ্য দিয়ে পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী রোনালদো ছাড়িয়ে গেলেন ইসিদ্রো লাঙ্গারা, রোমারিও ও নেইমারকে। তাদের রয়েছে তিনটি ক্লাবের হয়ে অন্তত ১০০ করে গোল করার কীর্তি।
আল নাসরের হয়ে শততম গোলের দেখা পাওয়া রোনালদো এর আগে রিয়াল মাদ্রিদের হয়ে ৪৫০, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ১৪৫ ও জুভেন্তাসের হয়ে ১০১ গোল করেছেন। তবে সৌদি প্রো লিগের ক্লাবটির হয়ে তার বড় কোনো শিরোপা জয়ের অপেক্ষা আরও বেড়েছে। ৪০ বছর বয়সী ফরোয়ার্ড এ নিয়ে তিনটি ফাইনাল হারলেন।
২০২২ সালের ডিসেম্বর ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে আল নাসরে নাম লেখান রোনালদো। ২০২৩ সালে ক্লাবটির হয়ে আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপ ছাড়া আর কোনো শিরোপা এখন পর্যন্ত জিততে পারেননি এ পর্তুগিজ তারকা।