লা লিগার নতুন মৌসুমে দুর্দান্ত সূচনা করেছে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত সবশেষ ম্যাচে মায়োর্কাকে ২-১ গোলে হারিয়ে জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছে লস ব্লাঙ্কোসরা। এরমধ্য দিয়ে তিন ম্যাচে তিন জয়ে সর্বোচ্চ ৯ পয়েন্ট নিয়ে আগেভাগেই টেবিলের শীর্ষে উঠে গেছে জাবি আলানসোর শিষ্যরা।
গতকাল, ঘরের মাঠে মায়োর্কার বিপক্ষে শুরুটা রিয়াল মাদ্রিদের জন্য কিন্তু মোটেও সহজ ছিল না। ম্যাচের ১৮ মিনিটে অপ্রত্যাশিতভাবে পিছিয়ে যায় রিয়াল। পাবলো তোরের কর্নার চুয়ামেনির গায়ে এবং ভেদাত মুরিকির পিঠে লেগে ঢুকে যায় রিয়ালের জালে। এতে ১-০ ব্যবধানে এগিয়ে যায় মায়োর্কা।
তবে শুরুতে আচমকা গোল হজম করেও আক্রমণে দ্রুত বলীয়ান হয়ে ওঠে জাবি আলোনসোর শিষ্যরা। ৩৭ মিনিটে কর্নার থেকে আসা বল ডিন হুইসেন হেডে ডিফ্লেক্ট করলে আর্দা গুলার কাছ থেকে গোল করে সমতায় ফেরান রিয়ালকে। এর মাত্র কয়েক সেকেন্ড পরেই ফেডেরিকো ভালভার্দের বুদ্ধিদীপ্ত পাস থেকে ভিনিসিয়ুস জালে বল পাঠিয়ে লিড এনে দেন। শেষ পর্যন্ত সেটিই হয়ে ওঠে জয়সূচক গোল।
সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়ালের জয়টি আরও বড় ব্যবধানের হতে পারতো। তবে, তিনটি গোল বাতিলের কারণেই সেটি হয়নি। ম্যাচের শুরুতেই ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের নিখুঁত পাস থেকে এমবাপ্পে গোল করলেও অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ফের অফসাইডের ফাঁদে আরও একটি গোল বাতিল হয় ফরাসি তারকার। আর দ্বিতীয়ার্ধে গুলারের করা একটি গোল ভিএআরে হাত লাগার কারণে বাদ পড়ে। ফলে ব্যবধান বাড়ানোর সুযোগ হাতছাড়া হয় মাদ্রিদের। শেষমেশ ২-১ গোলে জয় নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিকরা।