ক্যারিয়ারের সায়াহ্নে এসে আরও একটি বড় অর্জন যোগ হলো পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর ঝুলিতে। এবার সর্বকালের সেরার পুরস্কার জিতলেন পাঁচবারের ব্যালন ডি অর জয়ী এ তারকা। সম্প্রতি তাকে এ পুরস্কার দিয়েছে পর্তুগিজ ফুটবল লিগ।
সর্বোচ্চ আন্তর্জাতিক ম্যাচ ও সর্বোচ্চ আন্তর্জাতিক গোলদাতা হিসেবে ক্রিশ্চিয়ানো রোনালদোকে সর্বকালের সেরার স্বীকৃতি দিলো পর্তুগিজ ফুটবল লিগ। মূলত দেশের হয়ে অসাধারণ সব অর্জনের জন্য তাকে এ স্বীকৃতি দেয়া হয়েছে।
লিগা পর্তুগাল জানায়, ‘লাখো মানুষের আইডল, তিনি যুগের সর্বোত্তম, বিশ্ব ফুটবলে রেখে যাচ্ছেন নিজের অমোচনীয় চিহ্ন। কাজের প্রতি নৈতিকতা, প্রতিযোগিতা করার ক্ষমতা এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতার স্বীকৃতি এ পুরস্কার। রোনালদোর প্রভাব পরিসংখ্যানের বাইরেও অনেক বেশি। ব্যক্তিগত রেকর্ড, দলীয় শিরোপা এবং মিডিয়া প্রভাবের মধ্যে, তিনি এমন ছাপ ফেলে গেছেন যা তাকে সর্বকালের সেরা হিসেবে স্থান করে দিয়েছে।
তবে আল নাসর তারকা পোর্তোতে হওয়া অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। একটি ভিডিও বার্তায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। রোনালদো বলেন, ‘সর্বকালের সেরার পুরস্কারের জন্য আমি লিগকে ধন্যবাদ জানাতে চাই। দেশের জন্য যেকোনো কিছু জেতা আমার জন্য বড় সম্মানের। আমি আমার কোচ এবং সতীর্থদের ধন্যবাদ জানাতে চাই যারা আমাকে পুরো ক্যারিয়ারজুড়ে সহযোগিতা করেছেন এ অসাধারণ পুরস্কারটি জিততে।’
আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতা সিআরসেভেন পর্তুগালের হয়ে এখন পর্যন্ত ২২৩ ম্যাচে করেছেন ১৪১ গোল। ভূমিকা রেখেছেন ইউরো, ন্যাশন লিগের শিরোপা জয়েও।