জাতীয় দলের জার্সিতে সুখের সময় কাটিয়ে এমএলএস ক্লাবে ফিরেই যেন হতাশায় ডুবলেন লিওনেল মেসি। ২০২২ সালের পর এই প্রথমবার পেনাল্টি মিস করলেন মেসি। আর আর্জেন্টাইন তারকার এ ব্যর্থতার দিনেই টানা জয়ের ছন্দে থাকা শার্লট এফসির কাছে ৩-০ গোলে হেরেছে ইন্টার মায়ামি।
শার্লটের ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে আজ ভোরে শুরু থেকে মায়ামির সঙ্গে পাল্লা দিয়ে খেলেছে শার্লট। তবে ম্যাচের ৩০ মিনিটে মেসির সামনে আসে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ। শার্লট ডিফেন্ডার দিবরিল দেয়ানের ফাউলের কারণে পেনাল্টি পান আর্জেন্টাইন সুপারস্টার। তবে পেনাল্টির সে সুযোগ কাজে লাগাতে পারেননি মেসি। পানেনকা শটে গোলের চেষ্টা করলে দারুণ সেভে সেই গোল আটকে দেন শার্লট গোলকিপার ক্রিস্তিয়ান খালিনা।
মেসির পেনাল্টি মিসের পরই শুরু হয় ইন্টার মায়ামির বিপর্যয়–পর্ব। একের পর এক গোল হজম করে মায়ামি। ম্যাচের ৩৪ মিনিটে দলীয় আক্রমণ থেকে শার্লটকে প্রথম গোল এনে দেন টোকলোমাতি। এ গোল নিয়েই বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধে আরও জ্বলে ওঠেন ২১ বছর বয়সী এই ইসরায়েলি ফরোয়ার্ড। আবারও জালে বল জড়িয়ে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। দুই গোলে পিছিয়ে পড়া মায়ামি এরপর চেষ্টা করেও আর সমতায় ফিরতে পারেনি। উল্টো ম্যাচের ৮৪ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করে মায়ামির বড় হার নিশ্চিত করেন টোকলোমাতি।
মায়ামিকে হারিয়ে এমএলএসে এ নিয়ে রেকর্ড টানা নবম ম্যাচে জয় তুলে নিল শার্লট। ৩০ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে পূর্বাঞ্চলীয় কনফারেন্সে শীর্ষ চারে নিজেদের অবস্থান আরও শক্ত করল তারা। অন্যদিকে, এ হারের পর ২৬ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে মায়ামি পড়ে গেল প্লে-অফ লাইনের ঠিক ওপরে।