মিরপুরে ক্যারিয়ারের শততম টেস্টে খেলতে নেমেই সেঞ্চুরির দেখা পান মুশফিকুর রহিম। তবে শতকের পর পরেই বিদায় নেন এই অভিজ্ঞ ব্যাটার। ম্যাথু হ্যামফ্রিসের বলে স্লিপে থাকা অ্যান্ডি বলবার্নির হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। মুশফিক ফিরলেও দারুণ ব্যাটিংয়ে সেঞ্চুরি তুলে নিয়েছেন লিটন দাস। এই উইকেটকিপার ব্যাটারের সেঞ্চুরিতে রানের পাহাড় গড়ছে বাংলাদেশ।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় দিনের সকালে দ্বিতীয় ওভারেই আইরিশ পেসার জর্ডান নেইলের বল লেগ স্টাম্পে ঠেলে সেঞ্চুরি তুলে নেন মুশফিক। তবে ক্যারিয়ারের ১৩তম টেস্ট সেঞ্চুরির পরেই ২১৪ বলে ১০৬ রানে বিদায় নেন বাংলাদেশের সফলতম এই ব্যাটার। এরপর মেহেদি হাসান মিরাজকে নিয়ে বাংলাদেশের সংগ্রহ বাড়াচ্ছেন লিটন দাস।
এর মধ্যে ১৫৮ বলে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি তুলে নেন লিটন। সেঞ্চুরি পেতে ৭টি চার ও ২টি ছক্কা মারেন তিনি। বাংলাদেশের এই উইকেটরক্ষক ব্যাটার এর আগে সর্বশেষ সেঞ্চুরি করেছিলেন গত বছরের আগস্টে। রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে ১৩৮ রানের ইনিংস খেলার পর আর আন্তর্জাতিক ক্রিকেটের কোনো ফরম্যাটেই ম্যাজিক ফিগার পাননি লিটন। সেই খরা কাটালেন ১৪ মাস পর।
মিরাজের সঙ্গে এরই মধ্যে ৭৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে লাঞ্চ বিরতিতে গেছে স্বাগতিকরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে প্রথম ইনিংসে ১২০ ওভারে ৫ উইকেটে ৩৮৭ রান তুলেছে বাংলাদেশ। লিটন ১৬২ বলে ১০৩ ও মেহেদি মিরাজ ৭৮ বলে ৩০ রানে অপরাজিত আছেন। আয়ারল্যান্ডের হয়ে অ্যান্ডি ম্যাকব্রাইন ৪ ও ম্যাথু হ্যামফ্রিস ১ উইকেট শিকার করেছেন।