প্রথম ওয়ানডের মতো দ্বিতীয় ওয়ানডেতেও টস ভাগ্য সহায় হয়েছে ক্যাপ্টেন তামিম ইকবালের। টস জিতেই ব্যাটিং বেছে নিয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে দুপুর ১টায় শুরু হয় ম্যাচটি।
শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে দলে দুটি পবির্তন এনেছে বাংলাদেশ। এই সুযোগে এক দিনের ক্রিকেটে অভিষেক হচ্ছে শরিফুল ইসলামের। তাসকিন আহমেদের বদলে দলে অভিষেক হয়েছে শরিফুল ইসলামের এছাড়া পেসার মোহাম্মদ মিঠুনের পরিবর্তে খেলবেন মোসাদ্দেক হোসেন সৈকত ।
তবে শ্রীলঙ্কা মাঠে নামছে প্রথম ওয়ানডের অপরিবর্তিত দল নিয়ে।
এর আগে প্রথম ওয়ানডেতে ৩৩ রানে জিতে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে টাইগাররা। আজকের ম্যাচে জয় পেলেই সিরিজ নিশ্চিত হয়ে যাবে তামিম বাহিনীর। আর সিরিজ বাঁচাতে বল হাতে মাঠে নামছে সফরকারী লঙ্কানরা।