ইনজুরির কারণে দলের বাইরে রিয়াল মাদ্রিদ তারকা কিলিয়ান এমবাপ্পে। আর এতে মাঠে আক্রমণের দায়িত্ব নিয়ে দুশ্চিন্তা বেড়েছিলো রিয়াল ভক্তদের। তবে সব দুশ্চিন্তার অবসান ঘটিয়েছেন দলের তরুণ তারকা গঞ্জালো গার্সিয়া। স্প্যানিশ এ তরুণের হ্যাটট্রিকে রিয়াল বেতিসকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে লস ব্লাঙ্কোসরা।
রোববার ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে দারুণ এ জয়ে শীর্ষস্থানে থাকা বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমিয়েছে রিয়াল মাদ্রিদ। এদিন ম্যাচের ২০ মিনিটে প্রথম গোল পায় রিয়াল। ভিনিসিয়ুস জুনিয়র ফাউলের শিকার হলে ফ্রি কিক নেন রদ্রিগো। সেই শটেই হেড দিয়ে দলকে এগিয়ে নেন গঞ্জালো গার্সিয়া। রিয়ালের জার্সিতে এদিনই প্রথম গোল করলেন গার্সিয়া, আর যার শুরু হলো হ্যাটট্রিক দিয়েই। প্রথম হাফে এই এক গোলেই সন্তুষ্ট থাকতে হয় জাবি আলোনসোর শিষ্যদের।
তবে দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটেই ব্যবধান দ্বিগুণ করেন গার্সিয়া। ফেদেরিকো ভালভের্দের ক্রস ডি-বক্সের সামনে বুক দিয়ে নামিয়ে, ডান পায়ের দারুণ শটে গোলটি করেন ২১ বছর বয়সী এই তারকা। ৫৬তম মিনিটে দলের তৃতীয় গোল করেন অ্যাসেন্সিও। রিয়ালের জার্সিতে এটি তারও প্রথম গোল।
এরপর ৬৬তম মিনিটে একটি গোল শোধ করে বেতিস। যদিও এরপর আর লড়াই জমাতে পারেনি তারা। কারণ ৮২তম মিনিটে নিজের হ্যাটট্রিক পূরণ করে ফেলেন গঞ্জালো গার্সিয়া। আর ৮৮তম মিনিটে গার্সিয়ার বদলি নেমে বেতিসের কফিনে শেষ পেরেক ঠুকে দেন ফ্রান গার্সিয়া। এ জয়ে ১৯ ম্যাচে ১৪ জয় ও ৩ ড্রয়ে ৪৫ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে রিয়াল মাদ্রিদ। আর শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট এখন ৪৯।