শ্রম আইন নিয়ে আইএলও প্রতিনিধিরা যেসব সুপারিশ করেছেন বাংলাদেশের প্রেক্ষাপটে সেগুলো বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সেই সঙ্গে তিনি বলেছেন, তাদের দেয়া সুপারিশের মধ্যে যেগুলো বাংলাদেশের জন্য যৌক্তিক, সেগুলোই গ্রহণ করা হবে।
রোববার (১২ মে) দুপুরে সচিবালয়ে শ্রম আইন সংশোধনের বিষয়ে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি। এদিন আইএলও প্রতিনিধিদের সঙ্গে প্রায় আড়াই ঘণ্টা বৈঠক হয়।
বৈঠক শেষে আইনমন্ত্রী বলেন, আমরা যে বিষয়ে আলাপ করছি সেটি হলো বাংলাদেশ শ্রম আইনের সংশোধন। সেখানে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এই সংশোধনের ব্যাপারে কিছু সাজেশন দিয়েছে। সেই সাজেশন কতটা আমাদের দেশের স্বার্থে যৌক্তিক, সেটা নিয়ে আলাপ-আলোচনা হচ্ছে। পাশাপাশি আমরা কোনটা গ্রহণ করতে পারবো, কোনটা পারবো না সেগুলো নিয়েও বিস্তারিত আলোচনা হচ্ছে।
আরও পড়ুন: ঈদুল আজহার পর শনিবার শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকবে: শিক্ষামন্ত্রী
তিনি বলেন, শ্রম অধিকার ও শ্রম আইন নিয়ে ৪১টি পয়েন্টে আইএলও’র প্রতিনিধিদের সঙ্গে আলোচনা চলছে। এরমধ্যে ১৭টি বিষয়ের ওপর আলোচনা শেষ হয়েছে। বাকি ২৪টি বিষয় নিয়ে সোমবার (১৩ মে) সকালে আবারও বৈঠক হবে বলেও জানিয়েছেন তিনি।