1. junayed@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  2. boe01@bijoy.tv : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  3. rafi@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  4. rubel@bijoy.tv : support_admin :
লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল রিয়াল মাদ্রিদের - বিজয় টিভি
ঢাকা রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল রিয়াল মাদ্রিদের

বিজয় টিভি নিউজ
  • প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

কিলিয়ান এমবাপের বিধ্বংসী নৈপুণ্যে ভিয়ারেয়ালকে হারিয়ে স্প্যানিশ লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করেছে রিয়াল মাদ্রিদ। শনিবার (২৪ জানুয়ারি) রাতে প্রতিপক্ষের মাঠে ২-০ গোলে জয় পায় আলভারো আরবেলোয়ার দল।

সমান ম্যাচ খেলে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে ১ পয়েন্টে পিছিয়ে ছিল রিয়াল। কাতালানরা সর্বশেষ ম্যাচে হারায় সেই ব্যবধান কমে, অবশ্য একইভাবে রিয়ালও এক সময় এমন সুযোগ করে দিয়েছিল। ভিয়ারিয়ালকে হারিয়ে এবার লা লিগার টেবিল টপার হয়ে গেল মাদ্রিদের ক্লাবটি।

গতকাল (শনিবার) রাতে প্রতিপক্ষ ভিয়ারিয়ালের মাঠে স্বাগতিকদের স্তব্ধ করে দিয়েছেন ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপে। তার জোড়া গোলেই রিয়াল ২-০ ব্যবধানে জয় নিয়ে ফিরল। আলভারো আরবেলোয়ার দলটি ৫৯ শতাংশ পজেশনের পাশাপাশি ১২ শট নিয়ে লক্ষ্যে রাখতে পারে ৪টি। বিপরীতে ১০ শটের মধ্যে স্রেফ একটি লক্ষ্যে ছিল স্বাগতিক ভিয়ারিয়ালের।

ম্যাচের দুটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। খেলা রিয়ালের নিয়ন্ত্রণে থাকলেও তারা বলার মতো সুযোগ তৈরি করতে পারছিল না। ২০ মিনিটে আর্দা গুলারের শট ঠেকিয়ে দেন স্বাগতিক গোলরক্ষক। মিনিট সাতেক পর লুইস জুুনিয়র ব্যর্থ করে দেন এমবাপের নিচু শট। বিরতির আগমুহূর্তে ভিনিসিয়ুস গোল পেতে পারতেন। ভিয়ারিয়ালের ভুলে বল পেয়ে ব্রাজিলিয়ান তারকা বক্সের বাইরে থেকে শট নেন। কিন্তু বল বেরিয়ে যায় পোস্ট ঘেঁষে। কাছাকাছি সময়ে ভিয়ারিয়ালের সেনেগালিজ তারকা পেপ গেয়ির বাইরে দিয়ে শট মারেন।

বিরতির পর দ্বিতীয় মিনিটে এমবাপে রিয়ালকে লিড এনে দেন। ভিনিসিয়ুসের সঙ্গে বল দেওয়া-নেওয়ার পর এক ডিফেন্ডারের বাধা টপকে ফরাসি তারকা কোনাকুনি শটে জাল কাঁপান। ৭০ মিনিটের পর ভিয়ারিয়ালের একমাত্র লক্ষ্যে থাকা শটটি ঠেকাতে তেমন অসুবিধা হয়নি থিবো কোর্তোয়ার। যোগ করা সময়ে এমবাপে ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পানেনকা শটে সফল লক্ষ্যভেদ করেছেন এমবাপে। চলতি মৌসুমে লা লিগার সর্বোচ্চ এই স্কোরারের এটি ২১তম গোল। তার ধারেকাছে কেউ নেই।

এ নিয়ে স্প্যানিশ ঘরোয়া লিগে টানা পঞ্চম ম্যাচে জিতল রিয়াল। লা লিগার শীর্ষে ওঠা দলটির ২১ ম্যাচে পয়েন্ট ৫১। এক ম্যাচ কম খেলে দুই পয়েন্টে পিছিয়ে দ্বিতীয় বার্সা। ১০ পয়েন্ট ব্যবধানে তিনে অবস্থান অ্যাতলেটিকো মাদ্রিদের।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

এবার আর চুপ থাকতে নারাজ শবনম বুবলী

রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
২০ বছর পর চট্টগ্রামে তারেক রহমান

২০ বছর পর চট্টগ্রামে তারেক রহমান

শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
আবারও আলোচনায় হানিয়া আমির

আবারও আলোচনায় হানিয়া আমির

শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬

রাজশাহীতে ট্রাক উল্টে ৩ জনের মৃত্যু

বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬

শুরু হলো ইংরেজি নতুন বর্ষ ২০২৬

বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬

সাম্প্রতিক পোস্ট

আর্কাইভ ক্যালেন্ডার

© সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.