ঢাকার ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনেসথেসিয়ার চিকিৎসকের অভাবে দশ মাস ধরে বন্ধ রয়েছে সিজার অপারেশন। এতে বিপাকে পড়েছে সেবা নিতে আসা উপজেলার হাজারও গর্ভবতী মায়েরা।
দীর্ঘদিন ধরে তালা ঝুলছে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটারে। পড়ে আছে অপারেশনের যন্ত্রাংশ। নষ্ট হতে বসেছে অপারেশনের নানা উপকরণ আর অপারেশন থিয়েটারের কর্মীরাও যোগ দিয়েছে অন্য বিভাগের কাজে।
চিকিৎসক সংকটের কারণে গত দশ মাস ধরে সেবা পাচ্ছে না সেবা নিতে আসা গর্ভবতী মায়েরা। তবে হাসপাতাল কতৃপক্ষ বলছেন উর্দ্ধতন কর্মকর্তাদের বিষয়টি বারবার জানানোর পরও সমাধান মিলছে না।
ধামরাই উপজেলার প্রায় ৭ লক্ষ লোকের স্বাস্থ্যসেবার একমাত্র নির্ভরযোগ্য স্থান এই ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। যেখানে প্রতিনিয়ত সেবা নিতে আসেন শত শত নারী-পুরুষ।দেশের ব্যস্ত এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গর্ভবতি মায়েদের সেবা নিশ্চিত করতে দ্রুত ডাক্তার সংকট দুর করতে সংশ্লিষ্টরা যথাযথ ব্যবস্থা নিবেন এমন প্রত্যাশা সকলের।
নিউজ ডেস্ক / বিজয় টিভি