নিউজ ডেস্ক / বিজয় টিভি
মানবতাবিরোধী অপরাধ মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম ও জাতীয় পার্টির সৈয়দ মোহাম্মদ কায়সারের আপিল শুনানির দিন ১৮ জুন নির্ধারণ করেছেন হাইকোর্ট।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন। এর আগে শুনানির প্রস্তুতির জন্য ৮ সপ্তাহের সময় আবেদন করেন আসামীপক্ষের অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। তবে, আদালত নির্ধারিত সময়েই শুনানি হবে বলে জানান বিচারপতি। ঐদিন আজহারের আপিল কার্যতালিকায় ১ নম্বরে এবং কায়সারের আপিল কার্যতালিকার ২ নম্বরে থাকবে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি