নিউজ ডেস্ক / বিজয় টিভি
পানি যেন অভিশাপ না হয়ে আশীর্বাদ হয় সে লক্ষ্য নিয়ে সকলকে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব পানি দিবস ২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের অনেক দেশে পানির জন্য হাহাকার চলে। তাই পানি ও বিদ্যুৎ ব্যবহারে সকলকে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানান তিনি। বলেন- নদী, খাল, বিল, পুকুর, ডোবা খনন করে পানি ধরে রাখতে হবে। শুস্ক মৌসুমে যেন এই পানি ব্যবহার করা যায়। এছাড়া, বৃষ্টি ও বন্যার পানি সংরক্ষণ করার কথাও বলেন প্রধানমন্ত্রী।
নিউজ ডেস্ক / বিজয় টিভি