দিন দিন শীতের তীব্রতা বাড়ছে কুড়িগ্রামে। গেল তিনদিন থেকে ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ওঠানামা করছে এ জেলায়।
কখনো ঘন কুয়াশা কখনো হালকা কুয়াশার সাথে বইছে কনকনে উত্তরের হিমেল হাওয়া। ফলে তীব্র শীত অনুভূত হচ্ছে এ জেলায়। তাপমাত্রা কমার সাথে সাথে বিকেল থেকেই বাড়তে থাকে শীতের তীব্রতা, চলে পরদিন সকাল পর্যন্ত।
এদিকে, শীতের কারণে বিপাকে পড়েছে খেটে-খাওয়া নিম্ন আয়ের মানুষ। সময়মতো কাজে যেতে পারছেন না তারা। দুর্ভোগে পড়েছেন বয়স্ক এবং শিশুরা, শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন তারা।
ডেস্ক নিউজ/বিজয় টিভি