আগামী মাসে ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত হবে ক্রিকেটের মারকাটারি সংস্করণ টি-টোয়েন্টি বিশ্বকাপ। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর এখন আলোচনায় বাংলাদেশ ভারতে খেলতে যাবে কিনা। এরই মাঝে চমক দিয়ে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আজ রোববার (৪ ডিসেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। অনুমেয়ভাবেই বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন লিটন কুমার দাস। তার ডেপুটি হিসেবে থাকবেন সাইফ হাসান।
চলমান বিপিএলে দারুণ পারফরম্যান্স করে চলেছেন টি-টোয়েন্টির সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। গুঞ্জনও ছিলো বিশ্বকাপের জন্য নির্বাচকদের ভাবনায় আছেন তিনি। তবে সব গুঞ্জনে পানি ঢেলে তাকে বাদ দিয়েই স্কোয়াড ঘোষণা করা হয়েছে।
অন্যদিকে, লম্বা সময়ে ধরেই রান খরার মধ্য দিয়ে যাচ্ছেন উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী অনিক। চলমান বিপিএলেও হাসছে না তার ব্যাট। এশিয়া কাপের পর আফগানিস্তানের বিপক্ষে অধিনায়কত্ব করা জাকেরেরও জায়গা হয়নি বিশ্বকাপের স্কোয়াডে।
জাতীয় দলের জার্সিতে সর্বশেষ কয়েকটি ম্যাচে ভালো করতে না পারলেও স্কোয়াডে জায়গা ধরে রেখেছেন নুরুল হাসান সোহান। চলমান বিপিএল আর ঘরের মাঠে সর্বশেষ আয়ারল্যান্ড সিরিজের পারফরম্যান্স স্কোয়াডে আছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনও।
গত বছর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে বাদ পড়া শামীম হোসেন পাটোয়ারীও আছেন বিশ্বকাপের স্কোয়াডে। সম্প্রতি বিপিএলে দারুণ একটি ইনিংস খেলেছেন শামীম।
স্পেশালিস্ট তিন পেসার আর দুই স্পিনার নিয়ে স্কোয়াড সাঁজিয়েছে বাংলাদেশ। স্কোয়াডে জায়গা হয়েছে তিন অলরাউন্ডারের। স্পেশালিস্ট ব্যাটার আছেন ৭ জন।
বিশ্বকাপে বাংলাদেশ পড়েছে ‘সি’ গ্রুপে। এই গ্রুপে কঠিন পরীক্ষা দিতে হবে বাংলাদেশকে। লড়তে হবে সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। গ্রুপের বাকি দুই দল হলো- নেপাল আর প্রথমবার বিশ্বকাপে সুযোগ পাওয়া ইতালি।
প্রথমদিনই ৭ ফেব্রুয়ারি মাঠে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হবে কলকাতার ইডেন গার্ডেনে। দ্বিতীয় ম্যাচে ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ সময় ইতালির বেলা সাড়ে ১১টায় ইতালির বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
এরপর ৫ দিনের বিরতি দিয়ে আবারও মাঠে নামবে বাংলাদেশ। ১৪ ফেব্রুয়ারি টাইগারদের প্রতিপক্ষ ইংল্যান্ড। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় এ ম্যাচটিও হবে কলকাতায়। নেপালের বিপক্ষে মুম্বাইয়ে ১৭ ফেব্রুয়ারি গ্রুপের শেষ ম্যাচটি খেলবে বাংলাদেশ। এ ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টায়।
বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড
লিটন কুমার দাস (অধিনায়ক ), সাইফ হাসান (সহ-অধিনায়ক ), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, কাজী নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন ও শরিফুল ইসলাম।