ওপার বাংলার তারকাজগতের আলোচিত জুটি দেব ও শুভশ্রী গাঙ্গুলী–কে ঘিরে পুরোনো সম্পর্কের আলোচনা আবার সামনে আসতেই নতুন করে বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে আসেন দেবের দীর্ঘদিনের সঙ্গী রুক্মিণী মৈত্র। নানা গুঞ্জন, সমালোচনা ও কটূক্তির ভিড়ে এতদিন নীরব থাকা রুক্মিণী অবশেষে মুখ খুললেন। তার দাবি এসব বিতর্ক ইচ্ছাকৃতভাবে তৈরি করে তাকে একটি “ফাঁদের মধ্যে ফেলার চেষ্টা” করা হয়েছিল।
দশ বছর আগে শুটিং শেষ হলেও প্রযোজনাগত জটিলতার কারণে আটকে থাকা দেব–শুভশ্রী অভিনীত সিনেমা ‘ধূমকেতু’ অবশেষে এই বছরের মাঝামাঝিতে মুক্তি পায়। সিনেমাটি ঘিরে দর্শকের আগ্রহ যেমন ছিল, তেমনি তুমুল আলোচনার জন্ম দেয় দেব ও শুভশ্রীর একসঙ্গে প্রচারণায় উপস্থিতি। ট্রেলার লঞ্চে একই মঞ্চে দাঁড়ানো, পুরোনো জনপ্রিয় গানে নাচ, এমনকি মন্দিরে একসঙ্গে পূজা সব মিলিয়ে তাদের সম্পর্ক নিয়ে নতুন করে গসিপ ছড়িয়ে পড়ে।
এর পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে দেব–শুভশ্রীকে ‘পুনর্মিলনের’ পরামর্শ দিতে থাকেন অনেকেই। কিন্তু চাপের মুখে পড়েন দুজনের বর্তমান জীবনসঙ্গী—রুক্মিণী মৈত্র এবং শুভশ্রীর স্বামী রাজ চক্রবর্তী। তাদের নিয়ে শুরু হয় কটূক্তি ও অযাচিত মন্তব্য। সম্প্রতি ভারতীয় এক গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে রুক্মিণী বলেন, এই বিতর্কে তিনি একটুও প্রভাবিত হননি। বরং তিনি পরিষ্কারভাবে জানান পুরো বিষয়টি একটি সাজানো প্রচেষ্টা।
রুক্মিণীর বলেন, যা রটানো হয়েছে, তার কিছুই সত্যি নয়। এগুলোকে গুরুত্ব দিয়ে মন খারাপ করব কেন? তাহলে তো আমিই বোকা হতাম। আসলে আমাকে একটা ট্র্যাপের মধ্যে ফেলার চেষ্টা হয়েছিল। আর আমি যদি নিজেই সেখানে পড়ে যাই, তাহলে বোকা কে? আমি।তিনি আরও জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে কে কী বলছে তা নিয়ে তিনি ভাবিত নন। মন্তব্য বা সমালোচনাকে কীভাবে গ্রহণ করতে হবে, সেটির নিয়ন্ত্রণ তার নিজের হাতেই।
উল্লেখ্য, কিছুদিন আগে দেব নিজেই এক সাক্ষাৎকারে পুরোনো সম্পর্ক নিয়ে বলেন, শুভশ্রীর সঙ্গে তিন–চার বছর ছিলাম; রুক্মিণীর সঙ্গে এখন বারো বছর ধরে আছি। তার এই মন্তব্যের পরও নতুন করে আলোচনার ঝড় ওঠে।